রবিবার ২০ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | মাঝ-বসন্তেই গ্রীষ্মের চোখরাঙানি, কীভাবে ফিউশনের ছোঁয়ায় ঘরোয়া সাজে হবেন নজরকাড়া?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২১ মার্চ ২০২৫ ১৭ : ১৫Soma Majumder


আজকাল ওয়েবডেস্ক: রোদে পোড়ার দিন শুরু। তাতেও সাজার সুখ এনে দিতে ফিউশন শাড়ির ঝুলি খুললেন  ডিজাইনার ইরানি মিত্র 

গলা ছেড়ে ডাকছে কোকিল। সবুজ পাতার ফাঁকে রং ছড়িয়ে এখনও ফুলের বাহার। তবু মাঝ-বসন্তেই গ্রীষ্মের চোখরাঙানি শুরু। বেলা গড়াতে না গড়াতেই রোদের তাতে এখনই নাজেহাল হওয়ার জোগাড়। দাবদাহের দিনগুলোয় ঘরে থাকতেই আরাম। তবু নানা কাজে বেরোতেও তো হবে, উপলক্ষ্য থাকলে যেতেও হবে নানা অনুষ্ঠানে। আর সাজতেও তো হবে, নাকি?

গরমের দিনে বঙ্গনারী বোধহয় সবচেয়ে আরাম খুঁজে পায় শাড়িতেই। আর সে আপনি গৃহবধূ হোন বা রোজগেরে, ঘরোয়া সাজেই এ সময়টায় আরাম বেশি। এ ব্যাপারটা অনেকটা জ্যামিতির স্বতঃসিদ্ধর মতোই। তাই গ্রীষ্মকালীন সাজের হদিশ দিতে ডিজাইনার ইরানি মিত্রও যে শাড়িতেই আস্থা রাখবেন তাতে আর সন্দেহ কী! তবে সেই সঙ্গেই ইদানীং ফিউশন সাজ মন কেড়েছে সবারই। হোক না ঘরোয়া শাড়ি, পরুন না বাড়িরই কোনও অনুষ্ঠানে, পাড়ার আড্ডায়, কিংবা বন্ধুর পার্টিতে, তাতেই খানিকটা ফিউশনের ছোঁয়াই কিন্তু সাজে এনে দিতে পারে এক্কেবারে অন্যরকম একটা স্বাদ। ইরানির ঝুলিতেও কিন্তু সেই ফিউশনেরই গন্ধ। 

তপ্ত দুপুরের সাজে কিংবা ঘামঝরা সন্ধের অনুষ্ঠানে সেরা পছন্দ বরাবরই সাদা সুতি। তার জন্যই তোলা থাক এই কালো সুতোর কাজ করা সাদা পিওর কটন শাড়ি। তার পাড়ে, আঁচলে সাদা-কালো গামছার ব্যবহার, অফ শোল্ডার ফুলহাতা সাদা ব্লাউজের যুগলবন্দি আর বড়সড় গোলাকার পেন্ডেন্টের নেকলাইন সাজে এনে দিয়েছে বেশ স্মার্ট একটা লুক। 

সাবেক বাঙালিয়ানা থেকে বেরিয়ে ইন্দো-ওয়েস্টার্নের ভিনদেশি সাজে ধরা দিতে চান? তেমনই স্বাদে ইরানি সাজিয়ে তুলেছেন বিস্কুট রঙা সুতির হ্যান্ডলুমের এই অ্যাসিমেট্রিক শাড়িটিকে। সঙ্গে একই রঙা, বাদামি বর্ডারের হাইনেক স্লিভলেস ব্লাউজ, কপার-সিল্ক ফ্যাব্রিকের নেকপিস এবং হাই হিল। তাতেই কিন্তু বাজিমাত!

গরমের বিকেল সন্ধের দিকে গড়াবে একটু একটু করে। আর আপনাকেও যেতে হবে বন্ধুর বাড়ির পার্টিতে। আরামের কথা মাথায় রেখেও সাজতে চান মোহময়ী রূপে? ইরানির এই পার্টি-সাজ তবে আপনারই জন্য। নীলরঙা নেট আর বাদামি জুটিতে স্নাফ কটন হ্যান্ডলুমের এই এমব্রয়ডারি শাড়িতে তারপর আপনিই মধ্যমণি!

ভাবছেন বসন্তের রেশটুকু ধরা থাক সাজে? সন্ধে বা রাতের পার্টিতে গরম কম এখনও। তাতেই আরও খানিক স্নিগ্ধতা এনে দিতে পারে একটুকরো সবুজের ছোঁয়া। তিন রকম সবুজের আড়ি কাজের এই শাড়িতে যেন জড়িয়ে রয়েছে প্রকৃতির সবটুকু কোমলতা। তার আঁচলে বিডসের টিউলিপে ধরে রাখা বসন্তের পরশ। সঙ্গে সাদা-সবুজে ডিজাইনার স্লিভলেস ব্লাউজেও নতুনত্বের ছোঁয়া।

ইরানি নিজেও বলছেন, “গরমের সাজে আরামটাই শেষ কথা। তাই এমন কিছুই পরুন, যা আপনার শরীরকে স্বস্তিতে রাখবে। এ সময়টায় সুতির শাড়িই সবচেয়ে আরামের। দিনেরবেলায় বেছে নিন হাল্কা রং। আমিও যেমন সাদা, সবুজ, বিস্কুট রঙেই আস্থা রেখেছি। ঘন নীলের মতো গাঢ় রং বেছেছি সন্ধের পার্টির সাজে।’’ পারদ চড়া সবে তো শুরু। প্রখর তপনতাপের দিনগুলো এখনও রাখা আছে ক্যালেন্ডারের পাতায়। এই বেলা গ্রীষ্ম-সাজের প্ল্যানিংটা সেরে রাখুন।


Fusion SareeFashionSummer Fashion

নানান খবর

নানান খবর

কমোডে বসেও ফোন ঘাঁটেন ? জানেন কী মারাত্মক বিপদ ডেকে আনছেন? কত ভয়ানক রোগ দেখা দিতে পারে?

বিছানা থেকে স্নান, সর্বত্র স্বামীর সামনেই ‘নতুন প্রেমিক’কে আদরে ভরান বধূ! তবুও কেন মুখ বুজে থাকেন স্বামী?

শুধু জল খেলেই হবে না, শরীরে জলের ঘাটতি রুখতে নিয়মিত খান এই পাঁচটি খাবার!

মহাকাশে প্রথম যৌন সঙ্গম কে করবেন? একে অপরকে টক্কর দেওয়ার নেশায় রকেটে চাপতে উদ্যত দুই মডেল

‘সঙ্গম কক্ষ’ চালু হল কারাগারে! এবার জেলের মধ্যেই শারীরিক মিলনের সুযোগ পাবেন বন্দিরা

ছোট থেকেই আত্মবিশ্বাসে ভরপুর হবে সন্তান, কীভাবে বাড়াবেন সন্তানের আত্মবিশ্বাস?

এই রবিতে আর মুরগি নয়, রাঁধুন গোলমরিচ দিয়ে দক্ষিণী ডিম ফ্রাই, ভুলে যাবেন মাছ-মাংসের স্বাদ

সঙ্গীর মধ্যে এখনও মানসিক পরিপক্বতা আসেনি, কোন কোন লক্ষণ দেখে বুঝবেন?

বয়স ১০৩! মন তবুও সবুজ, অর্ধনগ্ন যুবকের হাতে শ্যাম্পেন খেয়ে জন্মদিন উদযাপন করলেন বৃদ্ধা!

বিরল চতুর্গ্রহী যোগের উপর মহাদেবের আশীর্বাদ! পাঁচ রাশির ভাগ্যে আজ টাকাই টাকা! ধনবৃষ্টি হবে কাদের উপর?

বাজার খরচে লাগাম টানতে পারছেন না? এই সব সহজ টোটকাতেই মিলবে সমাধান

সকাল না বিকেল, কখন ব্যায়াম করলে ভাল ঘুম হয়? সঠিক সময়ে ঘাম ঝরালেই মিলবে অনিদ্রা থেকে রেহাই

টোপর মাথায় হাজির বর! সাদা চিকনকারি পাঞ্জাবী-ধুতিতে খাঁটি বাঙালি সাজে দিলীপ

‌সাজে অক্ষয় বাঙালিয়ানা, আজকাল ফ্যাশন ফ্লোর জমজমাট

সপ্তাহে তিন দিন ছুটি! সরকারি কর্মীরা চারদিন অফিসে গেলেই পাবেন পুরো বেতন! কোথায় চালু হল এমন নিয়ম?

সোশ্যাল মিডিয়া